নীরব নিশুতি রাতে যখন চলি একা,
দূর থেকে ভেসে আসে বকুলের গন্ধ।
সারি সারি গাছের ফাঁকে আঁকাবাঁকা পথ
ফুলের গন্ধে সুগন্ধি বাতাস বয় মন্দ।
দূরের আকাশে ওঠা একফালি চাঁদ
আলোয় ভরায় আমার অজানা এ পথ।
ভয় হয় যেন না হারাই এই আঁধারে
চলার সাথে সাথে গতি হয় শ্লথ।
দূরে শুনি সমুদ্রের ঢেউয়ের আহ্বান
সমুদ্রের রং বোঝা যায় না এ আঁধারে।
শুধুই শুনি ঢেউয়ের ওঠাপড়ার শব্দ
কালো মেঘ মেশে নিঃসীম পারাবারে।
ভুলে যাই নিজেকে মায়াবী রাতে, সাথে
চাঁদের আলো আর বাতাস গন্ধে ভরা।
গাছের পাতারা ফিসফিসিয়ে কথা কয়,
হঠাৎ বুঝি জগতে সবাই একা মোরা।
কমনীয় ভাবনা উপস্থাপন ।
শুধুই শুনি ঢেউয়ের ওঠাপড়ার শব্দ … কালো মেঘ মেশে নিঃসীম পারাবারে।
চমৎকার উপমা প্রিয় কবিবন্ধু। অভিনন্দন।