অনেক দিনের আশা ছিল তোমায় দেখিবার
মনের মুকুরে দীপ জ্বেলে ভালবাসিবার।।
আসা যাওয়ার পথের পাশে ক্লান্ত আঁখি মেলে
বসে আছি উদাস মনে সকল ভাবনা ফেলে।।
তোমার দেখা পাই না বলে মেঘের ছায়া পড়ে
বেলা শেষে চাঁদের আলো নিভে গেল অবশেষে।।
অনেক দিনের আশা ছিল তোমায় দেখিবার
মনের মুকুরে দীপ জ্বেলে ভালবাসিবার।।
আসা যাওয়ার পথের পাশে ক্লান্ত আঁখি মেলে
বসে আছি উদাস মনে সকল ভাবনা ফেলে।।
তোমার দেখা পাই না বলে মেঘের ছায়া পড়ে
বেলা শেষে চাঁদের আলো নিভে গেল অবশেষে।।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুগ্ধ হয়ে পড়লাম লেখাটা।
গীতি কবিতায় আন্তরিক ভালোবাসা প্রিয় কবি বন্ধু। গুড লাক।