মনটা আমার ভাজা ভাজা
একটু শান্তি চাই,
সোনার হরিণ খুঁজে বেড়াই
কোথায় তারি ঠাঁই ?
চলার পথে কাঁটা অনেক
খন্দ ভরা পথ,
বাধার পাহাড় থামায় গতি
ধুঁকছে জীবন রথ।
শান্তির খোঁজে ভাবি কত
পাইনি তবু হায়!
হরিণটাকে চাই ধরতে
ভাসিয়ে ভাঙা নায়।
সবই তবে ইচ্ছে প্রভুর
তাঁর কথাতেই সব,
সকল সময় থাকলে অটল
পূর্ণ করেন রব।
ধর্মপথে রত থেকে
কর্ম করে যাও,
দয়াল প্রভু দিবেন যাহা
হাতটি পেতে নাও।
কমনীয় ভাবনায় যাদুকরী উপস্থাপন ।
ছন্দ মিলের লিখায় যথেষ্ঠ স্বাচ্ছন্দ বোধ করি। অভিনন্দন প্রিয় কবি।