মনে মনে মেশামিশি

মন ছুটে মন ধরে আনে, জানের কাছে দিতে জান
মনে মনে না মিশিলে, হয় কি কভু মন জুড়ান
মনে মনে মেশামিশি, ক্ষনে কান্না ক্ষনে হাসি,
এইতো ভালো বাসা বাসি, সজল হাসির গান।

আখি নীড়ে আনে টেনে,
মন মনের কাছে
চোখের জল আর প্রাণের টান,
তা বিনে কি মন্ত্র আছে?
আকুল করা করুণ স্বরে, ডাকার মতো ডাকলে পরে
অমনি এসে ভালোবেসে, আনন্দেতে হৃদয় নাচে
খেলায় খেলে প্রাণের পুতুল,
দোল্ দোলা দোল্ দেদুল দেদুল
যে দেখেছে সে দোলেছে,
সকল কিছু সে ছেড়েছে
আভাস পেয়ে প্রেমিক কবি উঠল নেচে
গাছ তলাতে করছে রোদন
ছুটবে কি তার কাজের বাধন
জন্ম মরন যাবে ঘুচে?

ডাক দেখি মন ডাকার মত
ডাক শুনে না আসে, দেখবো তার সাধ্য কত?
প্রেম ভরে মধুর স্বরে, ডাক দে তারে প্রাণ ভরে
আকুল প্রাণে ডেকে তারে কে কবে গিয়াছে ফিরে?
তারে কাছে ডেকে আন, তারে কাছে ডেকে আন
যারে দেখতে পুড়ায় আখি, ডাকলে জুড়ায় প্রাণ।
ডাক দে তারে হৃদয় কাঁপা গান
শিশুর মতো সকল ভুলে আসবে ছুটে মন জুড়ান।
মনে মনে মেশামিশি, ক্ষনে কান্না ক্ষনে হাসি,
এইতো ভালো বাসা বাসি, সজল হাসির গান।

খেলায় খেলে প্রাণের পুতুল,
দোল্ দোলা দোল্ দেদুল দেদুল।

4 thoughts on “মনে মনে মেশামিশি

  1.  সুন্দর রচনা প্রিয় কবি। পাঠে একরাশ মুগ্ধতা। শুভকামনা রইল নিরন্তর

    1. আপনার পাঠে মুগ্ধতা আমাকে বিস্মিত করে। ভালো থাকুন এই কামনা করি। 

  2. ভীষণ মার্জিত একটি কবিতা উপহার দিয়েছেন কবি বন্ধু ফকির আবদুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।