বর্তমান

একদিকে চেতনাবাজদের মিথ্যের ভেলা
অন্য দিকে ধর্মের নামে আবেগ নিয়ে খেলা
মানচিত্রের দখল নিতে করে কাড়াকাড়ি
তরুণ ছেলেটা রক্তাক্ত লাশ হয়ে ফিরে বাড়ি।

লোনা জলের ঝর্ণা মিশে সাগরতলি
এতো জল চারিদিকে পিপাসার্ত নুড়ি
পুঁজিবাদের পাহারায় অস্ত্র হাতে পুলি
শ্রমিকের অধিকারের বুকে চলে গুলি।

ভাত চাই কাপড় চাই রাজপথে দাবি
এই দেশে শান্তি আসবে কবে ভাবি
প্রতিদিন লাল সূর্য উঠে আশার আলো নিয়ে
জীবন মোদের পূর্ণ হবে আলোর ছোঁয়া পেয়ে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

3 thoughts on “বর্তমান

  1. 'প্রতিদিন লাল সূর্য উঠে আশার আলো নিয়ে
    … জীবন মোদের পূর্ণ হবে আলোর ছোঁয়া পেয়ে।'

    ___ এমন প্রত্যাশা যেন সার্বক্ষণিকের। শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।