নেই আনন্দ নেই যে হর্ষ
এসেছে ফের নতুন বর্ষ;
চারিদিকে করোনার ডর
আসে কভু বৈশাখী ঝড়।
মাস্কটি পরে সবাই চলে
রাস্তা ঘাটে দলে দলে।
মুখ সকলের কী বিমর্ষ
এসেছে ফের নতুন বর্ষ;
আম্র কানন গন্ধে ভরা,
মৌমৌ গন্ধ আকুল করা।
গা ছুঁয়ো না, রহো দূরে
একি দশা দেশটি জুড়ে।
লকডাউনে দেশটি অচল
খুশি সবার হয় রসাতল;
নাহি উৎসব না সমাবেশ
হয়েছে শেষ সুখের রেশ।
কবে তবে ফিরবে সুদিন
হেসে খেলে আবার রঙিন।
.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+৪
কবে তবে ফিরবে সুদিন
… হেসে খেলে আবার রঙিন। __ আমরা আসলেই উৎকণ্ঠায় আছি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন।


দারুন ছন্দে বলছো ভাই
করোনা ভয়ে আছি সবাই
কবে তবে ফিরবে রঙিন
হেসে খেলে আবার সুদিন!

খুব সুন্দর উপস্থাপন,