ভালবাসা

এই যে আমি মারা যাচ্ছি
এই যে ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে আছ
আমার নাকে সুবাস পৌঁছাচ্ছে না
ইতোমধ্যে মারা গেছি।

ফুল নিয়ে আসবে
জানতে পারলে আরো কিচ্ছুক্ষণ
যুদ্ধ করতাম। আমার জন্য কারো
বুকের অতলে কান্না আছে
এই বোধ যুদ্ধের শক্তি যোগাত।

তোমার কান্না অসময়ে এল
অহেতুক খরচ হল কিছু কড়ি,
পুষ্প বিলাস কোন কাজে আসলো না।

সময়ের কাজ সময়ে কেন যে
করতে পারিনা, সঠিক সময়ে
বলতে পারিনা ভালবাসি।

2 thoughts on “ভালবাসা

  1. অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।