সারা রাত কারবালা পীড়ার পর
পেরিয়ে যায় নিভৃত সকাল।
দেহ তখন বিধ্বস্ত! মৃত ঝর্ণার বুকে ঝুলে থাকা লতাগুল্ম।
রোদ শাসিত দুপুর লগ্নে যখন ঘুম ভাঙ্গে –
চিত্ত যখন ক্লান্ত, অবসাদ গ্রস্ত; অবচেতন মনের সঙ্গে
আদিগন্ত মেঘের তুমুল ধস্তাধস্তি বিব্রত করে রাখে;
তখন অনুভব করি
উপলব্ধি করি- এত কাল ধরে এই আমি নিজেকে
ধ্বংস করে আসছি, প্রতি মুহূর্তের দংশনে অবারিত বুকে।
এবং কি! অসুস্থতা কে আগলে নিয়ে
চরম অবহেলায় রেখে এসেছি জীবনের সমস্ত সুখ
রক্তখেকো হায়েনার মুখে! এক একটি দিন ধুকে ধুকে
চলে গেছে বিগত পথে,
আহ্ কত দিন দেখিনি সকাল; নির্লিপ্ত আহাম্মকের মত
নিজের হাতে উজাড় করেছি সুচিত্র প্রভাতের সমুন্নত উদ্ভাস!
মর্ম যাতনে
নীরব ক্রন্দনে
এই আমি নিজেকে উদ্ধার করেছি; ঠিক যেন-
প্রাচীন পাথরের তলায় মৃত দূর্বাঘাস!
খুব সুন্দর লেখা।
পড়ে ভালো লাগল।
শুভকামনা রইল সদা।
মর্ম যাতনে … নীরব ক্রন্দনে
এই আমি নিজেকে উদ্ধার করেছি; ঠিক যেন-
প্রাচীন পাথরের তলায় মৃত দূর্বাঘাস!
____ গুড জব স্যার। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।