মায়াবী চোখ

BBwBG

চোখের কালো- দৃশ্য বিরল ছল ছল
সোনালি দিনের আলো- কি যে লাগে ভাল;
কখন পড়েছিল চোখে চোখ- স্মৃতিহীন মন বিষাদে
উড়ছে বাতাস- ভাসছে অগুণিত আফসোস
তবুও মন গহীনে মেঘবৃষ্টি বেসেছিল ভাল

সে কথা আকাশ- মাটি জেনেছিল
অথচ নীবর ঘাতক কষ্ট ছুঁয়ে গেলো
সুবাসীত ঘ্রাণটা, শ্রাবণ মেঘে জমাট বাঁধা হলো
তাই ত বর্ষা আসে হাবুডুবু খেয়ে যায় জল জল
ডুবে যাই- ভেসে যাই, মহাশূন্যে কুল কিনারা
নাই বুঝি আর মায়াবী চোখ।

২২ বৈশাখ ১৪২৮, ০৫ মে ২১
—————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “মায়াবী চোখ

  1. বহু দিন পর যেন আপনার কবিতায় সিক্ত হলাম প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। প্রত্যাশা করবো ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা আপনিও

      আগাম ঈদ মোবারক জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।