চোখের কালো- দৃশ্য বিরল ছল ছল
সোনালি দিনের আলো- কি যে লাগে ভাল;
কখন পড়েছিল চোখে চোখ- স্মৃতিহীন মন বিষাদে
উড়ছে বাতাস- ভাসছে অগুণিত আফসোস
তবুও মন গহীনে মেঘবৃষ্টি বেসেছিল ভাল
সে কথা আকাশ- মাটি জেনেছিল
অথচ নীবর ঘাতক কষ্ট ছুঁয়ে গেলো
সুবাসীত ঘ্রাণটা, শ্রাবণ মেঘে জমাট বাঁধা হলো
তাই ত বর্ষা আসে হাবুডুবু খেয়ে যায় জল জল
ডুবে যাই- ভেসে যাই, মহাশূন্যে কুল কিনারা
নাই বুঝি আর মায়াবী চোখ।
২২ বৈশাখ ১৪২৮, ০৫ মে ২১
—————————–
বহু দিন পর যেন আপনার কবিতায় সিক্ত হলাম প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। প্রত্যাশা করবো ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমীন।
জ্বি প্রিয় মুরুব্বী দা আপনিও
আগাম ঈদ মোবারক জানাই