মা

10gty

এ জগতময় তুমি ছিলে বলে
আমরা মাটির ফসল ফুলাই-
অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-
ভুলে গেছি তোমার প্রসব বেদনা,
তোমার রক্ত চোসা- ১০ মাস ১০ দিন;
আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু
অনুভব করতে আজও জানলাম না
আর কত সবার্থপর হলে তোমাকে বুঝবো
জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন
আমাদের মতো সন্তান তারপরও
ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।

২৭ বৈশাখ ১৪২৮, ১০ মে ২১
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মা

  1. ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
    যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif ___ ঈদ মোবারক প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী আপনাকেও

      অনেক অনেক ঈদ মোবারক

      1. ঈদ মোবারক প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। :)

  2. মা অনন্যা, 

    তার সাথে হয় কারো তুলনা। 

    শুভকামনা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।