এ জগতময় তুমি ছিলে বলে
আমরা মাটির ফসল ফুলাই-
অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-
ভুলে গেছি তোমার প্রসব বেদনা,
তোমার রক্ত চোসা- ১০ মাস ১০ দিন;
আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু
অনুভব করতে আজও জানলাম না
আর কত সবার্থপর হলে তোমাকে বুঝবো
জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন
আমাদের মতো সন্তান তারপরও
ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।
২৭ বৈশাখ ১৪২৮, ১০ মে ২১
———————————-
ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
___ ঈদ মোবারক প্রিয় কবি। 
যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।
জ্বি প্রিয় মুরুব্বী আপনাকেও
অনেক অনেক ঈদ মোবারক
ঈদ মোবারক প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।
Eid Mubarak
মা অনন্যা,
তার সাথে হয় কারো তুলনা।
শুভকামনা রইল।