করোনাকাল বদলে দিলো
আজ অনেক কিছু,
জীবন কতো থমকে গেছে
লক্ষ প্রাণ মিছু।
তবুও যেনো এবারো তাই
খুশির ঈদ আসে,
ছোট বা বড়ো দেশের সবে
খুশির বানে ভাসে।
ব্যবসা সব নষ্ট হলো
সংকটে যে সবে,
করোনার সে দাপটে হায়
গরিবের কী হবে ?
ঈদের জামা পায় নি কেউ
কষ্ট শিশু মনে,
কখন যাবে করোনা ফিরে
ভাবছে ক্ষণে ক্ষণে।
ঘরে নেই গো খাদ্য কিছু
ফুরিয়ে গেছে হাসি,
সবার মুখে একই জপ
যা না সর্ব নাশী।
.
মাত্রাবৃত্তঃ ৫+৫ / ৫+২
চমৎকার কবি দা আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
অসংখ্য ধন্যবাদ কবি। আগাম ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছা।


তবুও যেনো এবারো তাই
খুশির ঈদ আসে,
ছোট বা বড়ো দেশের সবে
খুশির বানে ভাসে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। আগাম ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছা।


Eid Mubarak
অনেক সুন্দর লেখা
ঈদের খুশি ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে।