স্বপ্ন ১

53bec

চলছে কি! হচ্ছেটা কি?
কোথায় যাচ্ছে দেশ।
নিজের কাছে ভালো সবাই
যেন সুফি দরবেশ।

কালো এখন বেশী ভালো
বাঁকি সবই মিছে,
মন্দ কাজে আগে সবাই
ভালো কাজে পিছে।

স্বার্থের কাছে মাথা নত
এটাই এখন ধর্ম,
কালো টাকার পাহাড় গড়া
নিত্য যেন কর্ম।

অর্থে যে পাহাড় সম
মান্য করি তারে,
জ্ঞানীর জ্ঞানে মূল্য নেই
অজ্ঞের কাছে হারে।

চাতুকারিতায় যে এগিয়ে
সেই এখন বেশ,
সহজ সরল জীবন যাপন
হাসায় তারে দেশ।

দুর্নীতির কালো থাবা
সবার মনের ঘরে,
শিক্ষাঙ্গনে চলছে এসব
মানুষ যেথায় গড়ে।

যেদিক তাকায় সেদিক আঁধার
মনটা তাই ভারী,
একটি স্বপ্ন মনের মাঝে
সোনার দেশ গড়ি।

প্রতিদিনের একটি ভালো’য়
বদলে যাবে দেশ,
এসো সবাই স্বপথ করি
গড়ি সোনার বাংলাদেশ।

6 thoughts on “স্বপ্ন ১

  1. একদম সমকালীন ঘটনা প্রবাহ পড়লাম।
    আমরা বুঝি অথচ বলতে পারি না; আপনি বলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।