ধর্ম তবে কিসের তরে
ধর্ম যদি মানুষ মারে!
ধর্ম এখন ব্যবসা ভাই
অমুক ধরো, তমুক মারো, আমি বেঁচে যাই।
ইমাম, ঠাকুর, ভিক্ষু, পাদ্রী
ধর্মের বাণীতে পোড়ায় মানবতা,
কিসের ধর্ম, কিসের বাণী
যদি না থাকে সহমর্মিতা।
কোন বাণীতে কোথায় আছে সাম্প্রদায়িকতা
খুলে দেখাও কোরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা।
আমি জানি, সবই জানি কিন্তু মানি না,
এমন ধর্ম কেন প্রভু যে ধর্মে মানুষ বাঁচে না!
আস্তিক নাস্তিক মারামারিতে
প্রভু এখন নিশ্চুপ এই মেদিনীতে।
অসাধারণ লিখেছেন কবি দাদা
Amazing writen
এই ক্রান্তিলগ্নে মানবতার বাণীর জয় হোক।
জয় হোক কবিতা।
আমি জানি, সবই জানি কিন্তু মানি না,
এমন ধর্ম কেন প্রভু যে ধর্মে মানুষ বাঁচে না!
আস্তিক নাস্তিক মারামারিতে, প্রভু এখন নিশ্চুপ এই মেদিনীতে।