তোমার আশায় বুক বেঁধে আছি
আমি জানি তুমি আসবে,
সকল বাধা পিছে পড়ে রবে
বিজয়ের হাসি হাসবে।
চলার পথে বাধা জানি আছে
আছে হারাবার মত ভয়,
যার মনে আছে সাহস অসীম
করবে সে বিশ্ব জয়।
বিপদ যখন আসে নিজ পানে
কেউ নাহি থাকে পাশে,
সুখের সময় যে ছিল আপন
দুরে তখন সে হাসে।
সম্মুখে তোমার যে অতি ব্যাকুল
পরনিন্দায় বাড়াবাড়ি,
অপরের সাথে করে জেনে রেখো
তোমার নিন্দা সরাসরি।
কথার মালা যে করে দান
কাজে দেয় মহা ফাঁকি,
তার সাথে আর নেই কোন ভাব
তার থেকে দুরে থাকি।
সময়ের সাথে নয় কোন আড়ি
সময় দেবে দু’হাত ভরি,
ধৈর্য্য ধরে কাজে দিই ডুব
অলসতাকে বলি সরি।
নিষ্ঠার সাথে শ্রম দিয়ে যাই
আমি জানি তুমি আসবে,
আজ নয় কাল কিংবা পরশু
সফলতা ঠিক তুমি আসবে।
তাং-১১-১১-২০২২ ইং