তোমার মনের নাম্বার দাও

তুমি কি শুনতে পাও মোর আর্তনাদ
হে দেবী, হে আমার প্রেমাস্পদা,
আর কতবার বলবো
তোমার মনের নাম্বার দাও?

ভালবাসার ফোনে কোন নাম্বার নেই
তাই চেয়েছিলাম তোমার মনের নাম্বার
সর্বদা সেভ করে রাখতাম
কখনো ডিলেট করতাম না?

হে আমার প্রেমাস্পদা,
হে আমার দেবী
দাও তোমার মনের নাম্বার
ভালবাসার কিছু কথা বলবো তোমায়?

এভাবে চুপটি করে থাকো না দেবী
ভালবাসার ব্যালেন্স এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে,
জলদি দাও তোমার মনের নাম্বার
আমি ভালবাসার ফোনে কথা বলবো?

ফাইয়াজ ইসলাম ফাহিম সম্পর্কে

ফাইয়াজ ইসলাম ফাহিম কে "প্রেমের কবি 'বলে কবি পাড়ার লোকজন। কারণ, তার সকল কবিতায় প্রেমের তৈল মাখানো! খুলনার যশোর জেলার চৌগাছার কন্যা আলেকজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল,কবি তাকে এ্যাত্তটাই ভালবাসতো যে প্রতিদিন তাকে কবিতা উপহার দিতো,কিন্তু দূর্ভাগ্য যে কবি তাকে আপন করতে পারেনি কেন না কবি ছিলেন বাউন্ডুলে এবং তার প্রেমিকার থেকে দু'বছরের ছোট্ট, সামাজিক ব্যবধান, তাছাড়া কবির চাকুরী ছিলো না আর চাকুরী হবেই বা কেন? কবি কখনো চাকুরী করার পক্ষে ছিল না,কবি থাকতে চেয়েছিলেন স্বাধীন।প্রেমিকা হারানোর শোকে তিনি ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন সংগঠন প্রতিষ্ঠা করে যদিও এর কার্যক্রম ৮টি দেশে চললাম কোভিট ১৯ এর জন্য কার্যক্রম সাময়িক স্থগিত আছে।তিনি বিএ অর্নাস (বাংলা) ২য় বর্ষ চলাকালীন পড়াশোনা থেকে বিমুখ হয়ে যান।বর্তমানে তিনি ভ্যালেন্টাইন্স কম্পিউটারর্স এন্ড ইলেকট্রনিক্স এর পরিচালক হিসাবে আছেন।বিভিন্ন, পত্র-পত্রিকা,অনলাইন ম্যাগাজিন সহ ব্লগে লেখালেখি করেন।কবির বর্তমানে ২৫ বছর বয়স চলমান এর মাঝেই তিনি আড়াই হাজার কবিতার জনক হয়েছেন। অমর একুশে বই মেলা ২০২২ খ্রিষ্টাব্দে তার দুটি কবিতার বই বের হবে এমন গুঞ্জন শোনা যায়। "একটা লাল ঠোঁট চাই" "নিষিদ্ধ চুমু" নামক দুটো কবিতার বই আসবে, তার বই দুটো প্রেমিক যুগলদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে তিনি খুব আশাবাদী...

2 thoughts on “তোমার মনের নাম্বার দাও

  1. কাব্যচর্চার অবারিত এই চেষ্টা-সকলকে সাধুবাদ জানাই কবি ফাইয়াজ ইসলাম ফাহিম। শুভ রাত্রি। ভালো এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।