ফাইয়াজ ইসলাম ফাহিম এর সকল পোস্ট

ফাইয়াজ ইসলাম ফাহিম সম্পর্কে

ফাইয়াজ ইসলাম ফাহিম কে "প্রেমের কবি 'বলে কবি পাড়ার লোকজন। কারণ, তার সকল কবিতায় প্রেমের তৈল মাখানো! খুলনার যশোর জেলার চৌগাছার কন্যা আলেকজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল,কবি তাকে এ্যাত্তটাই ভালবাসতো যে প্রতিদিন তাকে কবিতা উপহার দিতো,কিন্তু দূর্ভাগ্য যে কবি তাকে আপন করতে পারেনি কেন না কবি ছিলেন বাউন্ডুলে এবং তার প্রেমিকার থেকে দু'বছরের ছোট্ট, সামাজিক ব্যবধান, তাছাড়া কবির চাকুরী ছিলো না আর চাকুরী হবেই বা কেন? কবি কখনো চাকুরী করার পক্ষে ছিল না,কবি থাকতে চেয়েছিলেন স্বাধীন।প্রেমিকা হারানোর শোকে তিনি ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন সংগঠন প্রতিষ্ঠা করে যদিও এর কার্যক্রম ৮টি দেশে চললাম কোভিট ১৯ এর জন্য কার্যক্রম সাময়িক স্থগিত আছে।তিনি বিএ অর্নাস (বাংলা) ২য় বর্ষ চলাকালীন পড়াশোনা থেকে বিমুখ হয়ে যান।বর্তমানে তিনি ভ্যালেন্টাইন্স কম্পিউটারর্স এন্ড ইলেকট্রনিক্স এর পরিচালক হিসাবে আছেন।বিভিন্ন, পত্র-পত্রিকা,অনলাইন ম্যাগাজিন সহ ব্লগে লেখালেখি করেন।কবির বর্তমানে ২৫ বছর বয়স চলমান এর মাঝেই তিনি আড়াই হাজার কবিতার জনক হয়েছেন। অমর একুশে বই মেলা ২০২২ খ্রিষ্টাব্দে তার দুটি কবিতার বই বের হবে এমন গুঞ্জন শোনা যায়। "একটা লাল ঠোঁট চাই" "নিষিদ্ধ চুমু" নামক দুটো কবিতার বই আসবে, তার বই দুটো প্রেমিক যুগলদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে তিনি খুব আশাবাদী...

সাকিনা’র রূপে মশগুল

সাকিনা তোমার রূপে হয়েছি মশগুল
তোমাকে অনুভব করা মস্ত বড় ভুল,
সাকিনা মন চায় তোমায় শতকোটি চুমি
তুমি যেন ভালবাসার পবিত্র ভূমি।

সাকিনা জানি তোমাকে ভাবা বড় অপরাধ
মন চায় নেই তোমার স্বাদ।
সাকিনা আমি তোমার নেই মনে
যে হারিয়ে যাবো, তোমার ভালবাসার বনে।

সাকিনা তোমাকে পেলে হতাম খুব সুখী
কিন্তু হচ্ছে না কখনো
তোমাকে ভেবে ভেবে হবো দুঃখী….

28/05/2023

বৈশাখের কবিতা

পহেলা বৈশাখ আছে থাকবে চিরকাল
পহেলা বৈশাখ ভেঙে ফেলে ধর্মের বেড়াজাল,
পহেলা বৈশাখ মনুষ্যত্বের গুণ বাড়ায়
পহেলা বৈশাখ মানুষের বৈরিতা তাড়ায়।

পহেলা বৈশাখ ধর্মের নয়
পহেলা বৈশাখ বাঙালির কথা কয়।
পহেলা বৈশাখ বাঙালির জ্যোতি
পহেলা বৈশাখ ধর্মান্ধ’র করে ক্ষতি।

পহেলা বৈশাখ নিয়ে কেন হইচই
পহেলা বৈশাখ না থাকলে বাঙালিত্ব কই?
পহেলা বৈশাখ না থাকলে থাকবে না বাঙালি জাতি
পহেলা বৈশাখ বাঙালির আঁধার ঘরের বাতি।

পহেলা বৈশাখ নিয়ে বন্ধ করো ষড়যন্ত্র
পহেলা বৈশাখ বাঙালির কণ্ঠ।
পহেলা বৈশাখ এর বিরুদ্ধে লড়িস ক্যান
পহেলা বৈশাখ কি খেয়েছে তোমার জ্ঞান?

পহেলা বৈশাখ বাঙালির পরিচয়
পহেলা বৈশাখ না থাকলে বাঙালির হবে ক্ষয়
পহেলা বৈশাখ করে না কাউকে ভয়
পহেলা বৈশাখ বাঙালির জয়….

গাইবান্ধা, বাংলাদেশ

নারীর রূপ বোরকাবন্দি

নারীর রূপ বোরকাবন্দি
বোরকার অন্ধকার জেলে করে বাস,
নারীর রূপ মুক্ত পৃথিবী
দেখতে পারে না
বোরকা জেলে করে হা-হুতাশ।

নারীর রূপ বোরকাবন্দি থাকবে
মুসলিম ধর্মকোর্টে পাশ,
নারীর রূপ মুক্তি পাচ্ছে না
বোরকার অন্ধকার জেলে হচ্ছে নাশ।

নারীর রূপ বোরকাবন্দি
থাকবে কৃতযুগ,
জেগে উঠো নারী
নিজের রূপ উন্মোচন করে
ধর্মান্ধদের আইনের ধরিয়ে দাও অসুখ….

দেবী মণিকা

Scr

দেবী মণিকা তোমায় ভাবি প্রতি ক্ষণে ক্ষণে
তুমি বাস করছো কেন আমার মনে?
দেবী মণিকা তোমার রূপের আলোয়
ঝলসে যাচ্ছে চোখ
মনে সৃষ্টি হয়েছে ভালবাসার রোগ?

দেবী মণিকা তোমার সঙ্গে হারিয়ে
যাওয়ার ইচ্ছে ছিল খুব!
ধর্ম আর কাঁটা তার মনে দিল দুঃখ।
তোমার লম্বা কেশের সুঘ্রাণ নিতাম
তোমার গোলাপী ঠোঁটে ভালবাসার ভোট দিতাম।
আরো মনে ছিল কত্ত কিছু
ভালবাসার পারমিশন নেই
পিছে যে আমার ধর্মের বিচ্ছু।

দেবী মণিকা তোমাকে নিয়ে
এখন ভাবতে লাগে ভয়,
যদি মন হয়ে যায় তুমিময়
তবে হবে আমার ক্ষয়
ধর্ম, কাঁটাতার সব কিছুর হবে লয়।

দেবী মণিকা তুমি হয়তো
অন্য কারো মনে করো বাস,
হয়তো অন্য কারো
দেশে ভালবাসা করো চাষ।
আর আমি পাগল তোমাকে
পাবার করি আশ…..?

স্পর্শ

6354

হে নারী তুমি কষ্টের প্যারোটিড গ্রন্থি থেকে কিছু বিষ এনে দাও!
আমি মরতে চাই
তবে কিছু ভালবাসা মাখিয়ে এনো?
তোমার বক্ষের সরোবর থেকে কিছু সফেদ জল দিও,
বিষ গুলিয়ে নাও
একটু ওষ্ঠের লালা মিশিয়ে বিষ গুলো কে মিষ্টি করে দাও?

বিষ খেতে যেন কষ্ট না হয় কিছু সময়ের জন্য
স্বর্গীয় সুখ পাবো,
যদিও আজীবন নরকে থাকবো।

তোমার বজ্র কণ্ঠের কিছু বচন শুনিও অতি সহজেই যেন মরতে পারি,
তোমার পাদপদ্ম দিয়ে বক্ষে চাপা দিও বক্ষে যেন ভূমিকম্প না হয়?

আমি তো চলেই যাচ্ছি তোমার প্রকীর্ণ জীবন থেকে, আর হ্যাঁ
তোমার দীঘল কিছু কেশ দিয়ে আমার হস্ত- পা বেধে রেখ
আমি যেন কুর্দন করতে না পারি?

আমি মরার পরেও সুখ অনুভব করবো আমার ভালবাসার মানুষের অঙ্গ
একবার হলেও আমায় স্পর্শ করেছে…

রং নাম্বার

uwp1aa

যত্তবার তোমার মনের
নাম্বারে কল দেই
তুমি ততবার ব্যস্ত থাকো।

তোমার মনের নাম্বারে
অনেক কলে আসে
রাকিবের কল আসে
সোহেলের কল আসে
মামুনের কল আসে
কত যে নামের রং নাম্বার ফোন দেয় তোমার মনের নাম্বারে!

তুমি তা ইয়ত্তা করতে পারো না
তুমি কাকে ঠাঁই দিবে
কাকে ভালবাসবে
কার সঙ্গে রঙ্গ করবে
তুমি স্থির করতে পারো না।

তোমার মনের নাম্বার
ব্যস্ত থাকুক চিরকাল,
আমি রং নাম্বার আর রিং দিবো না
আমি তো তোমার মনের নাম্বারের জঞ্জাল…

লাইফটা ইনজয় করবে কবে?

201631

লাইফটা ইনজয় করবে কবে?
ক্ষণ জন্মা তুমি- আমি এই ভবে।
জীবন কে সফলতা দিতে
হারাও না যৌবন
টাকা-পয়সা সব হবে তোমার
থাকবে না সেই ক্ষণ এবং মন…

হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না

receiv

হাওয়া তোমার কাছে কোন কিছু চাই না
শুধু একটু ভালবাসার অক্সিজেন চাই,
যে অক্সিজেন পেলে আমি সতেজ থাকবো
ঠিক ততটুকু অক্সিজেন চাই।

হাওয়া তোমার কাছে কোন কিচ্ছু চাই না
শুধু তোমার গালে চুমুর চুম্বক লাগাতে চাই।
যে চুমুতে আমি তোমার
বক্ষ মাজারে পাবো ঠাঁই।

হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
শুধু তোমার কেশদাম বিনুনি করে দিতে চাই।
তোমার চুলের গন্ধে একটু
মাতোয়ারা হতে চাই।

হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
শুধু তোমার উত্তাল যৌবন সমুদ্রে
একটু সাঁতার কাটতে চাই।
আমার দেহাঙ্গে তোমার যৌবনের শাসন চাই।

হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
শুধু তোমাতে মিশে যেতে চাই,
তোমাতে মিশে আমার ভালবাসা
করতে চাই ছাই।
তুমি ছাড়া আমার ভালবাসার ব্যামোর মৃত্যু নাই।

ভালবাসার সাতকাহন

686528

ভালবাসার সাতকাহনে হলো না ঘর বাঁধা
তরী আমার কূলে ডুবেছে তা জেনেও স্বপ্ন দেখি
আমি আসলেই আস্ত গাধা।

কি আশার স্বপ্ন দেখি
কিসে তারে ভাবি আপন,
মন তো মরে গেছে
মুড়ে আছে সাদা কাফন।

ভালবাসার সাতকাহনে
আমি যে নাই,
আমি তো ভস্ম- ছাই।
ভালবাসার সাতকাহনে
কে করবে রাজত্ব?
আমার তো কিছু নেই!
কোন লাইসেন্স নেই, নেই কোন স্বত্ত্ব।

তবুও প্রবল ইচ্ছে
ভালবাসার সাতকাহনে
নিবো ঠাঁই,
যে করে হোক, যেমনে হোক
ভালবাসার সাতকাহনের রাজ্য আমার চাই।

ভালবাসার সাতকাহন
আমার হবে কবে?
দূর ছাই!
কি ভাবছো, কি চাইছো
ভালবাসার সাতকাহন কস্মিনকালেও তোমার নাহ্ হবে।

ভালবাসার সাতকাহন
তার মনে, জর্জ, ব্যারিস্টার, সরকারি মনুষ্য পোষে….

উৎসর্গঃ সু্বর্ণা আহমেদ রিমি কে, যার মনে কস্মিনকালেও ঠাঁই হয়নি….

তোমার মনের নাম্বার দাও

তুমি কি শুনতে পাও মোর আর্তনাদ
হে দেবী, হে আমার প্রেমাস্পদা,
আর কতবার বলবো
তোমার মনের নাম্বার দাও?

ভালবাসার ফোনে কোন নাম্বার নেই
তাই চেয়েছিলাম তোমার মনের নাম্বার
সর্বদা সেভ করে রাখতাম
কখনো ডিলেট করতাম না?

হে আমার প্রেমাস্পদা,
হে আমার দেবী
দাও তোমার মনের নাম্বার
ভালবাসার কিছু কথা বলবো তোমায়?

এভাবে চুপটি করে থাকো না দেবী
ভালবাসার ব্যালেন্স এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে,
জলদি দাও তোমার মনের নাম্বার
আমি ভালবাসার ফোনে কথা বলবো?

সমকামিতা সাম্যের নয়

সমকামিতা সাম্যের নয়
সমকামিতায় মানবের ক্ষয়,
সাম্যের কথা বলে
যেও না সমকামিতার দলে।

সাম্য সমকামিতা এক নয়
সমকামিতায় মানবের ভ্রুণ ধংস হয়।

সমকামিতা রুপহীন
সমকামিতা গুণহীন
সমকামিতা যৌবনহীন মানবের।

সমকামিতা কখনো
প্রকৃত মানবের হতে পারে না।

সমকামিতা ভুলে
এসো মানবতা, মানবের কূলে….

যশোহর কন্যা

3527

আমি তোমায় ক্ষমা করে দিয়েছি হে তিলোত্তমা যশোহর কন্যা
তবে নিজেকে ক্ষমা করতে পারিনি
আমি তো তোমার ভালবাসায় অভিশপ্ত
নিজেকে ক্ষমা করি কেমনে?

তবে আমি আজও কিসে সারমেয়’র মতো করে তোমার পিছে
ছুঁটছি তা অবিদিত
ও ছুটবো না কেন সাড়ে চার বছরের সম্পর্ক
গভীর রাতে স্মৃতিগুলো মম মন কে তারা উদ্বেল করে তোলে।

হাজার হাজার ম্যাসেজ মস্তিষ্কে সাইরেন বাজায়
শত শত মিনিট কর্ণে প্রেমের মাইক বাজায়,
তোমার অদ্ভুদ হাসি
বক্ষে প্রেমের বোমা নিক্ষেপ করে।

তোমাকে নিয়ে লেখা সাড়ে তিনশতাধিক কবিতা
গুলো ভালবাসার আর্জি জানায়,
তোমার মন দরগায় যেতে
বারংবার ইচ্ছা পোষণ করে।

সাত বার ব্লক সাত বার ফ্রেন্ড রিকুয়েস্ট
মম ভালবাসা কে দৃঢ় করে,
তোমার অভদ্রতা তোমার অহংকার আমার প্রেম চোখের
রঙিন চশমা ছিল।

গাজীপুর ভাওয়াল রাজবাড়ি’র বিশ্রামাগার জানে
জয়দেবপুর রেলওয়ে ষ্টেশন জানে
ফুল কন্যা গোলাপ জানে
প্রেমিকদের খাদ্য পিজ্জা, বার্গার জানে
গাজীপুরের রাজপথ জানে
আমি তোমায় কত্ত ভালবাসি।

এখন শুধু আমি আর তুমি জানি না
কে কাকে ভালবাসি,
বড় আশ্চর্য তুমি আর আমি
হে ভালবাসা তুমি এখনো জীবন্ত আমার কবিতায়
তবে কে কাকে বেশি ভালবাসে তুমি নিজেই সাবুত করে নিও
আমি আজ থেকে সত্যি যশোহর কন্যা কে মুক্তি দিলাম
তুমি যশোহর কন্যার দেখভাল করিও…

ফিলিস্তিনির দুঃখ

ইহুদী রাষ্ট্র ইসরাইল তারা কি ফিলিস্তিনির আযরাঈল!
কেন ফিলিস্তিনির ভাই বোনেরা মরছে পাখির মত করে,
আর আমরা ঘরের মধ্যে বসে আছি মুখ থুবরো করে?

ভাই মরছে, বোন মরছে, মরছে কচি শিশু,
জাতিসংঘ আজ মাথা লুকাইছে মাথা কইরা নিচু!

সৌদি আরব, মালশিয়া, ইরান-পাকিস্তান, তারা আজ নিরব দর্শক শোনে মেশিনের খৈ ফুটানোর গান।

ওআইসি নিশ্চুপ নেই কোন সাড়া!
ফিলিস্তিনি ভাই বোন আজ পথের ভিখারী হয়ে বাস্তু ছাড়া।

ফিলিস্তিনির ভাই বোনেরা-সবাই যেদিন মরবে,
তখন আমার ওআইসি সামরিক
বাহিনী গড়বে?

কলিকাতার মেয়ে

62357

কলিকাতার মেয়ে
আমার দিকে দেখ
একবার চেয়ে,
সুখ- শান্তি, ভালবাসা
যাবে সব পেয়ে।

কলিকাতার মেয়ে
ওহে বর্ষা বেরা,
তোমার মন কি
ধর্মের বেড়ায় ঘেরা?

কি নেই আমার মাঝে
তোমার কাছে
ভালবাসার আবদার করে
মরছি আজ লাজে!

কলিকাতার মেয়ে
ভালবাসা
চেয়ে করেছি কি মহাভূল?
তুমি মানুষ
আমিও মানুষ
কিসে আমার মাঝে দেখ
ধর্ম, জাত- কূল?

কলিকতার মেয়ে
ওহে বর্ষা বেরা,
তোমার কাছে আর অনুনয়
করবো না
আমি যে ভাগ্য হারা….

উৎসর্গঃ কলিকাতার মেয়ে বর্ষা বেরা মেয়েটি কে তাকে খুব ভালো লেগেছিল, তার জন্য মনে প্রেম জন্মেছিল…. কিন্তু ভাগ্য সহায় নয়।

তারিখঃ ১৯.০৫.২০২১
সময়ঃ বুধবার ০৮ঃ৪৫ থেকে ০৮- ৫৩ পিএম
স্থানঃ সুন্দরগঞ্জ, গাইবান্ধা, বাংলাদেশ