বিরহ গীতিকা

ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।

ভুল করে ছিলাম আমি তোমায় ভালোবেসে
এখন আমার দিন রজনী কাটে কেঁদে কেঁদে।।
সুখের আশা করে আমি
দুঃখ শুধু পেলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।

ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।

ভুল করে বালুচরে বেঁধে ছিলাম বাসা
অচেনা মরুর ঝড়ে ভেঙ্গে দিল আশা।।
ফুলের আশা করে আমি
কাঁটা শুধু পেলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।

ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।

স্বপ্ন চারিণী হয়ে দেখালে স্বপন
ভেবে ছিলাম তুমি আমার কতনা আপন।।
জীবন নামের পরীক্ষাতে
শূন্য খাতা পেলাম।
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

2 thoughts on “বিরহ গীতিকা

  1. শুধু ই কবিতা নয়; আমার কাছে গীতি কবিতার স্বরূপ মনে হয়েছি লিখাটিকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মুরুব্বি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif      

মন্তব্য প্রধান বন্ধ আছে।