চরিত্র

ttyyuui

পরিবর্তন হলো সময় শুধু
টাকার অহংকারে জল টাকার অহংকারে
ভুলে গেছি ঘাসের মতো অতীত!
এখন আর গায়ে ধূলি লাগে না-
পেটে আর ক্ষুধার ভাবটা ধরে না;
সম্মান নিয়েছি অর্থের গুণে-
অতীত কি আর রাখবে মনে।

তোমার থেকে আমার ক্ষমতা বেশি,
বাবা চাচাদের দেখলাম কি
বুঝলাম না তো খরাব সময়?

চলছে বেশ- বংশ গুণে হলো শেষ
তবুও ভাই এ পরিবর্তন-
বিধাতার চরিত্র কর্ম মার্জন।

০৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ২০ মে ২১
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “চরিত্র

    1. অশেষ ধন্যবাদ জানাই প্রিয় মহী দা

      ভাল ও সুস্থ থাকবেন—–

  1. চরিত্রের সুন্দর বিশ্লেষণ করেছেন প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই 

      ভাল ও সুস্থা থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।