উত্তর মিলে না

EMao

ঘুরে ফিরে হাজারও প্রশ্নের মুখে
উত্তর পাই না- তুমি না থাকলে
এ সংসার- এ দেশ ক্ষমতায় হতো না;
তবুও ভুল ভাল গল্পে কান পেকে যায়
অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
উপকারের উপকার বলে না।

আমি তো ভাই ক্ষণস্থায়ী প্রাণী
তারপাও ইতিহাস আমার অসংগতি !
নষ্ট সময় এখন, উত্তরের অপেক্ষায়
রাত কাটে না- দিন চলে সংশয়
নতুন প্রজন্মের জয় গান, হোক না শুরু
তবু আমার উত্তর মিলে না।

শুধু তুমি না থাকলে এ সংসার,
এ দেশ ক্ষমতায় হতো না-
অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
উপকারের উপকার বলে না-
দুহাতে জ্বলছে অনল উত্তর মিলে না।

৩০/০৫/২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “উত্তর মিলে না

  1. স্বার্থপর- দুনিয়ার নিয়ম
    উপকারের উপকার বলে না-
    দুহাতে জ্বলছে অনল উত্তর মিলে না। ___ ঠিক তাই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ ধন্যবাদ মুরুব্বী দা

      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।