আমার কাছে শেখ মুজিব
বাংলার ধ্রুবতারা,
তাঁকে বিহীন বাঙালির জীবন
ভীষণ ছন্নছাড়া।
আমার কাছে শেখ মুজিব
মলিন মুখের হাসি,
ক্লান্ত দুপুরে রাখালের
মন ছুয়ে যাওয়া বাঁশি।
আমার কাছে শেখ মুজিব
বাঙালির অজস্র আশা,
তাঁর থেকে বাঙালি পেয়েছে
অগণিত ভালোবাসা।
আমার কাছে শেখ মুজিব
শোকার্ত বাবার মুখ,
যার মুখনিঃসৃত বাণী শ্রবণে
দূর হয় বাঙালির দুখ।
আমার কাছে শেখ মুজিব
দুঃসাহসী সংগ্রামী নেতা,
রেসকোর্স ময়দানে পাঠ করেছিলেন
দীর্ঘ একখানা কবিতা।
আমার কাছে শেখ মুজিব
স্বপ্নহীনে আশা,
তার নেতৃত্ব জন্য বাঙালি পেয়েছে
৫২ সালেতে ভাষা।
আমার কাছে শেখ মুজিব
বাঙালি জাতির শক্তি,
তাঁর জন্য বাঙালির অন্তরে আছে
অনন্ত অসীম ভক্তি।
রচনাকালঃ
২৮/০৫/২০২১
আমার কাছে শেখ মুজিব বাঙালি জাতির শক্তি,
তাঁর জন্য বাঙালির অন্তরে আছে … অনন্ত অসীম ভক্তি।
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি।।
শুভকামনা রইল।।।