নদের খেলা ভবের তরি
চলছে- চলছে- অথৈ পানি-
কার সাথে ঢেউয়ের খেলা-
ডাঙ্গার প্রেমে বালুচর জানি;
শূন্য মেঘে বৃষ্টি পরে
ডুবে গেলো ঘরখানি
আসেপাশে কেউ থাকবে না
পাপ পুণ্যের টানা ঘানি!
তবুও দিব্য হিসাব কেউ রাখি না
দিনে দিনে দিন ফুরিল
কি এমন ডাঙ্গার প্রেমে
এ নদে বালুচর হলো!
তাই না ভেবে আলমগীর
প্রেমের কথায় সব ছাড়িল
নদে খেলায় চোরাবালি-
প্রেমের ঘাটে সওয়াবপুণ্য রাখি।
২০ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৩ জুন ২১
প্রেমের কথায় সব ছাড়িল
নদে খেলায় চোরাবালি-
প্রেমের ঘাটে সওয়াবপুণ্য রাখি।
___ বিশেষ শুভ কামনা প্রিয় স্বভাব কবি।
জ্বি প্রিয় মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
Wonderful writen
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——