হে পরিপূর্ণা
হাওয়াই নৃত্য ধন্য মেঘমালা
ঘাসফুলের মন, পাহাড়ি ঝর্ণা।….
ঝরে যাও
অঝোর ধারায়
ছুঁয়ে যাও বহুকালের বিবর্ণ চাতাল, আকণ্ঠ তৃষ্ণা…
সোমত্ত পিয়ালের উষ্ণীষ ঢেলে
রটিয়ে যাও গুপ্ত মেঘের শীতল কাহিনী!..
1 thought on “উষ্ণীষ বর্ষা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বতন্ত্র ঘরানার কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি। অভিনন্দন।