হাওয়াই মিঠা

mostafasohel-1461733917-d187127_xlarge

গোপন ভাবনার পিচে ললাট দেহে
আষাঢ় শুধু চমকে যায়- চমকে যায়
রঙধনুর বৈকালি সাতটি রঙ অথচ
কামচক্ষু রুপালিময় ঠোঁট নতুন হয়-
হাসিটার দৌড় কামচক্ষু রূপালিময়;

এক চিমটি মেঘের ছোঁয়ায়-
শ্রাবণ হতে চাই না- না- চাই না
সমস্ত কামনা বাসনা মাটির আরাধনা
আর উত্তাপ হাওয়াই শোকবহ আর্তনাদ
শুধু কাছে ডাকা দক্ষিণা ললাট দেহ

অতঃপর সাজ সজ্জার আষাঢ়
চমকে তুলে রঙিন অপবাদ- ​কথায়
হাসির দৌড় শুধু কামচক্ষু রূপালিময়
একমুঠো হাওয়াই মিঠা।

০২ আষাঢ় ১৪২৮, ১৬ জুন ২১
—————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “হাওয়াই মিঠা

    1. অশেষ ধন্যবাদ জানাই মহী দা

  1. অসামান্য কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় বাউল কবি মি. সরকার। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি প্রিয় মুরুব্বী দা

      অনুপ্রেরণা করার জন্য অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।