তুমি ভালো থেকো
ভালো থাকার সমস্ত উপকরণ থাকুক তোমার,
আমার সারি বদ্ধ কষ্ট গুলো স্পর্শ না করুক
তুমি নিজেকে স্বযত্নে আগলে রেখো;
তুমি তৃপ্ত হও
তৃপ্তির যাবতীয় আয়োজন সু সম্পন্ন হোক।
আমার ক্ষত বিক্ষত-
বুকের দগদগে গা তোমাকে মর্মাহত না করুক;
তুমি মুখ ফিরিয়ে রাখো!
অসূয়া চোখে দেখিনি তোমাকে
অশুচ হাতে ছুঁইনি
ফণীমনসার নীল বিষে নিজেকে তৃপ্ত করেছি
ঐ দেখো…
মৃত্যু তেড়ে আসছে এই দিকে!
এবার রুখবে কে?
বাধ্যগত প্রস্থান থেকে
তুমি ভালো থেকো, ভালোর দেয়ালে নিজেকে আগলে রেখো।
.
বিঃদ্রঃ কবিতার নামকরণ “মৃত্যু তেড়ে আসছে এই দিকে” নাম বদলিয়ে “যত্নে থেকো” নামকরণ করা হয়েছে।
বাধ্যগত প্রস্থান থেকে
তুমি ভালো থেকো, ভালোর দেয়ালে নিজেকে আগলে রেখো।
সুন্দর প্রেমময়
লেখাটি অনেক ভালো লাগছে।