একগুচ্ছ অণুছড়া

5936.855

এক।।
ঘরে মিল্ক কফি নাই
নাই সুগার, নাই টি
মন চায় গিন্নির
ছিড়ে খাই নাইটি।

দুই।।
পাওনা টাকা খোঁজতে গেলে
দেবো দেবো বলেন মাসি
মাসির আশায় পথ চেয়ে
আমারতো ভাই গেলো মাস-ই।

তিন।।
বাবা মায়ে যত্ন করে
নাম রাখিলা আশীষ
একবার কেউ আদর করে
কয়না ঘরে আসিস।

চার।।
মেয়ে আমার বিয়ে দিলাম
শুনে জামাই কারবারী
এখন শুনি জামাই আমার
লিল্লাহ খুঁজে কার বাড়ি।।

পাঁচ।।
আমার যখন জব ছিলো
হাতি ঘোড়া সব ছিলো
এখন আমার নকড়িও নাই
গাই বাছুর কী! বকরীও নাই।

2 thoughts on “একগুচ্ছ অণুছড়া

  1. শুভ কামনা প্রিয় কবি বন্ধু সৈয়দ হিলাল সাইফ। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখা অনুছড়া কবিতাটা পড়ে মুগ্ধ হলাম।
    শুভকামনা থাকলো কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।