কাব্যিক

164213jo

কাব্যিক কথার ভাবনা উঠন জুড়ে
থাকতে হয় অহংকার লতা পাতার বাসনা!
তা না হলে কবিতার হাসি উজ্জ্বল
চঞ্চলতা পুরোপুরি চলবেই না;

কবিত্বের আড়ালে চাঁদ কলঙ্ক দেখা যায়
কিছু মনে করাটাই ভুলের অচর হবে-
তাই না হলে সত্য কথায় ভাত নাই
আবার মিথ্যা কথার নাকি ঠাই নাই!

উভয় সংকটে হাবুডুবু খাচ্ছে কাব্যিক
বর্ণমালার প্রেম বিরহের চিন্তা ধারনা;
অতঃপর এভাবেই কাব্যিক বেঁচে থাক-
সবুজ মাটির মায়াময় বক্ষ জুড়ে।

১৫ আষাঢ় ১৪২৮, ২৯ জুন ২১
————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কাব্যিক

  1. বৃষ্টি দিনে এমন সরল লিখা হৃদয় ছুঁয়ে গেলো। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি মুরুব্বী দা সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

    1. জি মহী দা সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।