তোরাই আমার দেহের নিশ্বাস
স্বপ্ন তোদের ঘিরে,
পাই খুঁজে পাই বাঁচার আশ্বাস
এই দুঃখের নীড়ে।
হাঁটি হাঁটি পা পা করে
অনেক বড় হবে,
সেই আশাই রাখছি ধরে
আশা পূর্ণ হবে কবে?
তোরাই আমার দেহের নিশ্বাস
স্বপ্ন তোদের ঘিরে,
পাই খুঁজে পাই বাঁচার আশ্বাস
এই দুঃখের নীড়ে।
হাঁটি হাঁটি পা পা করে
অনেক বড় হবে,
সেই আশাই রাখছি ধরে
আশা পূর্ণ হবে কবে?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দীর্ঘজীবি হোক ওরা। পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ এবং আনন্দে থাকুন এই প্রত্যাশা প্রিয় কবি নিতাই বাবু।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে অজস্র ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
বেশ ছন্দদুলা কবি দা
অনেক অনেক শুভকামনা থাকলো দাদা।
Excellent writen
অজস্র ধন্যবাদের থাকলো শুভকামনা। আশা করি এই সময়ে ভালো থাকবেন, দাদা।