শুধু কি এ বিদ্যাপীঠ শিক্ষার স্থান
প্রথম দীক্ষা দেন জননী;
চারিপাশে পাখিদের সে কলতান
শিখায় রাগ ও রাগিণী।
ভুবনে কে বা এমন, হয় না কাবু
আসলে ঐ বৈশাখী ঝড়;
করে যায় তছনছ, ভাঙচুর, তবু
সামনা করা শিখি ভয় ডর।
যে প্রেম দেয়, বারে বারে জ্বালা
দেয় বিমুখতা ও ছলনা;
জীবনে সেও তো এক পাঠশালা
করে চৌচির হৃদয়খানা।
বুভুক্ষা শুধু কি কাঁদায় এই ভবে
শিখায় জীবনের শত রং;
মানুষ হারায় তার মানবতা যবে
দ্যাখি, শিখি হৃদয়ের ঢঙ।
মানুষে হিংসা এই ঝগড়া বিবাদ
ঘটছে চারিপাশে অহরহ;
জীবনে আসে হাসি খুশী অবসাদ
নূতন পরিচিতি প্রত্যহ।
বসন্ত সাজায় যেমন কমলে ভুবন
করে কসুমিত ও সুরভিত;
সাজাতে শিখি তেমনি এই জীবন
আরো শালীন আলোকিত।
ভুবনে কে বা এমন, হয় না কাবু
আসলে ঐ বৈশাখী ঝড়;
করে যায় তছনছ, ভাঙচুর, তবু
সামনা করা শিখি ভয় ডর। ___ জীবন বোধনের শিক্ষার উপকরণ রয়েছে লিখাটিতে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সবসময়।
বসন্ত সাজায় যেমন কমলে ভুবন
করে কসুমিত ও সুরভিত;
সাজাতে শিখি তেমনি এই জীবন
আরো শালীন আলোকিত।
চমৎকার লিখেছেন কবি।
অজস্র ধন্যবাদ কবি। ভালো থাকুন সতত।