নৌকাযাত্রা

index

নদীবক্ষে নৌকা বওয়ার শব্দ ছলাৎ ছলাৎ
গলুইয়ের ভিতর দুটি প্রাণ স্বামী ও স্ত্রী
নতুনা বিবাহের পর জামাইয়ের
সস্ত্রীক শ্বশুরবাড়ি যাত্রা।

জলের ওপর শাপলা, শালুক ও
পদ্ম পাতা ফুটে রয়েছে।

মৌমাছিদের গুনগুনানি, জলের
তলায় ছোট ছোট মাছ, প্রজাপতিদের
পাখায় রং বেরঙের আঁকিবুঁকি,
দূফরে মাঠে রাখালের বাঁশির সুর।

ধীরে ধীরে নৌকাটি আপন পথে
মাঝির ভাটিয়ালি গানের সুরে
সুর মিলিয়ে ক্রমশঃ মিলিয়ে যায়।

8 thoughts on “নৌকাযাত্রা

  1. নৌকার মতো আমাদের জীবন জয়রথ বোধকরি এভাবেই থেমে যায় প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বাস্তবতার সাথে প্রকৃতির যে নির্যাস সেটি অসাধারন ভাবে ফুটে উঠেছে। অনেক ভালো লাগলো ভাইয়া

  3. আর বুঝি হলো না আমার বর্ষাকালে নৌকায় চড়া। আপনার কবিতা পাঠে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলো। সেসব স্মৃতি আপনার কবিতায় খুঁজে পেলাম।
    শুভকামনা থাকলো কবি।

  4. ঈদ মোবারক প্রিয় কবিবন্ধু। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনিও প্রিয় বন্ধু । শুভেচ্ছা জানাই ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।