আমার কাছে জীবনের মানে…

826773_n

আমার কাছে জীবনের মানে…

জীবন বহতা নদীর মত গতিশীল। নদীর দিক কূল পরিবর্তন হয়, তেমনি প্রতি মুহূর্তে মানুষের জীবনের দিক পরিবর্তন হয়।

আমাদের ক্ষুদ্র জীবনের পথ বড়ই বিস্তৃত। এই ছোট্ট জীবনে প্রত্যেক মানুষকে অনেক বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই বলি যখন যেমন পরিস্থিতি জীবনে আসে তখন সেটি সাদরে গ্রহণ করতে পারাই বুদ্ধিমানের কাজ। এতে জীবনে শান্তি ও স্বস্তি মিলে খুব সহজে।

যদি কখনো এমন কোনো পরিস্থিতি জীবনে আসে তা গ্রহণ করা দুরূহ, তখন সে পরিস্থিতি থেকে বের হয়ে যাওয়ার উপায় খুঁজতে হবে।

অন্যথায় সেই জটিল মুহূর্তকে মেনে নিয়ে’ সেই মুহূর্তকে কোনো ভালো কাজে লাগানো যায় কিনা সে কৌশল রপ্ত করতে হবে।

মনে রাখতে হবে জীবন আপনার; সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখানে কেউ আপনার দায়ভার নেবে না। নিজেকেই নিজের দায়ভার নিতে হয়।

আমাদের জীবন দশায় যে মুহূর্ত কখনো বর্তমান ও ভবিষ্যতে আসার কোন সম্ভাবনা নেই’ সেই অদৃশ্য মরীচিকার পেছনে সময় নষ্ট করা সেফ বোকামি ছাড়া কিছুই না।

সে অতীত মুহূর্ত থেকেই শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। যাতে ভবিষ্যতে এমন বাজে পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। তবে জীবন অনেক সহজ হয়ে যাবে।

আমরা প্রত্যেকেই যেন আজকের জন্য বাঁচি; আগামীকাল জীবনের নাও আসতে পারে, কারণ জীবন দশায় মৃত্যু এক ধ্রুব সত্যের নাম।

মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা; মৃত্যুর করালগ্রাসে জীবন প্রদীপ কখন নিভে যাবে কেউ বলতে পারেনা। মস্তিষ্ক থেকে মৃত্যু ভাবনা সরিয়ে রাখলেই জীবন থেকে মৃত্যু সরে থাকে না।

ভেবে দেখেন; যে লোকটি আগামীকালের কথা বলেছিল সে লোক আজ পৃথিবী থেকে গত। ঠিক আজকের মুহূর্তে বেঁচে থাকা অসংখ্য মানুষ আগামীকাল পৃথিবী ছেড়ে চলে যাবে।

এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এসেছে, আবার চলে গিয়েছে… তাই আগামীকাল কি হবে তা আমরা কেউ জানিনা।

অতএব, অতীতের দুর্বিষহ মুহূর্ত বর্তমানে আজকের দিনে নিয়ে এসে আজকের দিনটাকে নষ্ট করার কোন মানেই হয়না। যেখানে আমরা নিজেরাও জানিনা আগামীকাল কি হবে বা কি হতে চলেছে?

দূর থেকে অনেক কিছুই অনেক কিছু মনে হয়। আমাদের ভাবনায় অনুমানের অনেক কঠিন জিনিস সহজ করে তোলে। আবার অনেক সহজ জিনিসকে কঠিন করে তোলে।

অনুমান দিয়ে বা ভাবনা দিয়ে কখনো জীবন চলেনা। এটা কেবল বাস্তবতা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার মাধ্যম মাত্র।।

3 thoughts on “আমার কাছে জীবনের মানে…

  1. “অতীতের দুর্বিষহ মুহূর্ত বর্তমানে আজকের দিনে নিয়ে এসে আজকের দিনটাকে নষ্ট করার কোন মানেই হয়না। যেখানে আমরা নিজেরাও জানিনা আগামীকাল কি হবে বা কি হতে চলেছে?”

    ___ জীবন হচ্ছে জীবনের পরিবাহক। সময়কে সময়ের বিরুদ্ধ-বাঁধনে না বেঁধে প্রগতির আশ্বাসে বেঁধে রাখাই ভালো। দিনান্তের হিসেবে আমাদের যে আঁকিবুকি আর সরলে গরল টানাটানি ভাগাভাগি যোগ … তারই ফলাফলের ঘর থাক অনির্বান উত্তরহীন।

    আলোকিত থাক আমাদের দূর্লভ সংসার। ❤ শুভ কামনা প্রিয় কবি হ্যাপি সরকার।

  2. আপনার কবিতা পড়ে নিজের জীবনের কথা ভাবছি! অনেক চড়াই-উৎরাই, অনেক দুঃখ-কষ্ট, অনেক যুদ্ধ শেষে এখনকার সময়। আমি আছি, এখনো ঠিক আছি।
    কবির জন্য শুভকামনা।

  3. ঈদ মোবারক কবি হ্যাপি সরকার। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।