যাত্রীবাহী জাহাজ জল
কেটে কেটে এগিয়ে চলে
সমুদ্রবক্ষের উপর দিয়ে।
ধবধবে সাদা তার রং
নীল নীল কাচের জানালা
পর্যবেক্ষণের জায়গা রেলিং দিয়ে ঘেরা
জাহাজের তিন দিক
সামনের দিকে ড্রাইভার এর কেবিন
অপূর্ব ফেনিল জলরাশি সরে সরে যায়
তারই মাঝ দিয়ে বয়ে চলে সমুদ্রপাখি
মাঝে মাঝে তিমি, ডলফিন, সী গাল
জলের উপর ভেসে ভেসে উঠে।
একধারে পাইনের রাশি অথবা পাথরের টিলা
ক্রমশ: দূরে সরে যায় একেবারে দৃষ্টির বাইরে।
যাত্রীদের হৈ হৈ খাওয়া দাওয়া শেষ হতে হতে
গন্তব্যস্থল এসে যায়, সমুদ্রের বিস্তার সংক্ষেপ হয়
সমুদ্র সৈকতে জাহাজ এসে থামে, অপূর্ব জলযাত্রা
শেষ করার পর তার স্মৃতি মনে গেঁথে থাকে।
ঈদ মোবারক প্রিয় কবিবন্ধু। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা …
আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
নান্দনিক নির্মাণ। ঈদ মোবারক!
ধন্যবাদ ।
নিখুঁত শব্দ গাঁথুনিতে পরিপাটি লেখা। ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।