শেষ বিচারের মালিক তুমি হে প্রভু
এ ব্রহ্মাণ্ডের কোথায় কি, জ্ঞাত সবই;
তুমিই তো প্রেমময়ী, স্নেহময়ী বিভু
গুণগান উপাসনা যত সেও তোমারি।
পশুপাখি মানুষ কিংবা কীট পতঙ্গ
মাগে কৃপা, তুমিই শক্তিমান জগতে ;
চায় মমতা, সহায়তা, অনন্ত সঙ্গ
ব্যাকুল সবাই তোমার করুণা পেতে।
গর্হিত কুকর্মে যারা চলছে বিপথে
অশিষ্ট অনাচার থেকে রাখিও দূরে;
চালিয়ো মোদের সতত সরল পথে
তব প্রিয়জনের পথ আঁকড়ে ধরে।
তাঁরাই তো ভুবনের সে পদ্ম কমল
আলোর চ্ছটা, এ পৃথিবীর ঝলমল।
.
সূরা ফাতেহা অনুকরণে
চালিয়ো মোদের সতত সরল পথে
তব প্রিয়জনের পথ আঁকড়ে ধরে।
তাঁরাই তো ভুবনের সে পদ্ম কমল
আলোর চ্ছটা, এ পৃথিবীর ঝলমল। ___ অসামান্য অনুধাবন প্রিয় কবি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ঈদ মোবারক।
ঈদ মোবারক স্যার। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা …
ঈদ মোবারক। ভালো থাকুন।


অনবদ্য নির্মাণ। ঈদ মোবারক!
অশেষ ধন্যবাদ কবি। ঈদ মোবারক।


ভালো লাগলো কবি। পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছাও রইলো।
অজস্র ধন্যবাদ কবি। ঈদ মোবারক।

