অক্ষর বৃত্তঃমধ্যসম পর্ব ৮+৬
মনে পড়ে সেই স্মৃতি শৈশবের কথা
মা বাবা ডাকিত মোরে খেয়ে যারে খোকা
খাদ্য নিয়ে আমি কিন্তু ঘুরিবো না বোকা
শৈশবের কষ্টে খেলা মনে লাগে ব্যথা।
শৈশবের কত কথা বেশি পড়ে মনে,
কেমন দিবস গেছে ভাবি আমি তাই
শৈশবের স্মৃতি গুলো ভালো মনে নাই
নদের পাশেই বসে ভাবি ক্ষণে ক্ষণে।
অবাধেই ঘোরাঘুরি লুকোচুরি খেলা
নিত্য দিনে মা বাবার কাছে বকাঝকা,
প্রজাপতির কোমল ডানা ধরি একা
শাপলা শালুক তুলি নদে নিয়ে ভেলা।
শৈশবের স্মৃতি গুলো মনে দেয় দোলা
সাথী দলে বিদ্যালয়ে হেঁটে হেঁটে চলি
সকলে মিলেই মোরা ভাবি গানে কলি
সেই দিনের কথা কি যাবে কভু ভোলা।
খাদ্য নিয়ে বাবা মোরে করিত আদর
আমি আমার মায়ের নাড়ী ছেড়ে ধন,
আমি কখনো বুঝনি মা বাবার মন,
সদা আমাকে দিয়েছো মায়ার চাদর।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
ভাব ও ভাষার চমৎকার উপস্থাপন, অনিন্দ্য সুন্দর রচনা।
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।

শুভকামনা রইল সতত।
শৈশবের স্মৃতি গুলো মনে দেয় দোলা
সাথী দলে বিদ্যালয়ে হেঁটে হেঁটে চলি
সকলে মিলেই মোরা ভাবি গানে কলি
সেই দিনের কথা কি যাবে কভু ভোলা।
___ শুভ কামনা প্রিয় কবি অপূর্ব।
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।

শুভকামনা রইল সতত।