দিনান্ত শেষে মেঘমালা

edc_b

হেমন্তের বিকেলের ডিম রাঙা সূর্য্য
পাইন বনের ওপারে দীর্ঘ ছায়া ফেলে
সমুদ্রের জলের আয়নায় মুখ দেখে।
তখন নিঃ স্তব্ধতা, কচি পাতার ঘ্রাণ,
কালপুরুষের দীর্ঘ ছায়া আকাশ পারে
ম্লান হয়ে আসে ধূসর বিকেল পেরিয়ে।

দূরে বৃহৎ গাংচিলের ডানার শব্দ
পতঙ্গদের কান্নার মত ক্রমশঃ বিস্তৃত হয়।
জলপাই রঙের মেঘ আকাশে ভাসমান।
সে তখন এসে মৃদু স্বরে ডাকল আমায়
ভাসমান দুটি চোখ সাঁঝের আলোয় মলিন।
বলল, মেঘমালা, তোমায় নিয়ে যাব বহুদূর।

2 thoughts on “দিনান্ত শেষে মেঘমালা

  1. আপনার কবিতার ভাব এবং বাচন বরাবরই অতূল্য হয়ে থাকে।
    সম্মান এবং শুভকামনা প্রিয় কবিবন্ধু ইন্দ্রাণী সরকার। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।