রাত্রির নির্জনতায় বাঁশপাতা কেঁপে কেঁপে ওঠে
শিরশিরে হাওয়ায় কিছু শব্দের হালকা প্রতিধ্বনি
রাতপাখিদের ডানায় ডানায় একরাশ ঘরে ফেরা
নদীর পাড়ে হু হু বাতাস কপাল ছুঁইয়ে ভালবাসে
তখনি কি তুমি আসো ধীর পায়ে অতি নির্জনে ?
চেনা পথটার ধার দিয়ে চুপিসারে অতি সন্তর্পণে ?
সারা শরীরে তোমার জড়িয়ে বাতাবীলেবুর ঘ্রাণ
বুকের নির্জনতায় তেপান্তরের গভীর হাতছানি
তোমার ঠোঁটের স্পর্শ সারা শরীরে ছড়িয়ে দাও
সমস্ত ব্যথা নিঃশেষে শুষে নিয়ে নীলকণ্ঠ হও।।
বাহ্ সুন্দর মননে অপরূপ লিখনী
কাব্যানুভবে মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু ইন্দ্রাণী সরকার। নিয়মিত লিখা চাই।
চমৎকার লিখেছেন, কবি। শুভকামনা থাকলো।