বিষাদ ও রূপকথা

79131

বিষণ্ণ নদীর ধারে চুপচাপ পাহারায় বসে
রাতচরা পাখি, ঘুম ঘুম চোখ নিয়ে
মেঘেদের দিকে তাকিয়ে থাকে অপলক।
রেখে যায়, এক টুকরো বিশ্বাস, তখন‌ও
আঁজলা ভরে জল তুলে নেওয়া বাকি।

একটুকরো মেঘ কার্নিশে এসে
দাঁড়ায়, রজনীগন্ধা হতে চেয়ে। অজস্র
ক্রিস্টালের মতো বৃষ্টি নামে, বুক জুড়ে,
উঠোন জুড়ে। গ্রীষ্মের ঝিমলাগা দুপুরে
ঝলসে যেতে যেতে মন ভাবে …

“আমার মতো সুখী কে আছে, আয় সখী
আয় আমার কাছে”।

1 thought on “বিষাদ ও রূপকথা

  1. অনিয়মিত কিন্তু জীবন ভিত্তিক আপনার প্রতিটি কবিতা আমার কাছে অসামান্য লাগে।
    একরাশ শুভকামনা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।