ঈদ

d_pictures

ত্যাগের রক্ত করে মহিমান্বিত-
বাতাসে মাংসের ঘ্রাণে ঈদ!
ভ্রাতৃত্ব পরিবেশ মানে আনন্দ
যদি না থাকে হিংসা ভরা ইস
সবাই বলি ঈদ মোবারক ঈদ।

নামাজই ধর্ম- বেঁচে থাকাই কর্ম;
সকল কাজে হোক সহজ সরল মর্ম
অথচ পাপিষ্ট ভাবনা- বিদ্বেষী মন –
ভালই চলছে বাঘ বন্ধী খেলা- ঈদ
মোবারক অতঃপর ত্যাগের রক্তে ঈদ।

.
২১/৭/২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ঈদ

  1. যদি না থাকে হিংসা ভরা ইস
    সবাই বলি ঈদ মোবারক ঈদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ঈদ মোবারক জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. জি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ঈদ মোবারক জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।