কখন শ্রাবণ এসেছে, মনেই হয়নি।
তখন পা ভিজলো, হাত ভিজলো
বুকের মাঝে হুস হাস শব্দ
কি জানি আওয়াজ করলো!
কান ভারি হয়ে যাচ্ছে-
মন কেনো জানি পাগল হচ্ছে।
ঠিক মনে হলো শ্রাবণ এসেছে;
স্মৃতিগুলো রাঙিয়ে গেলো
এক একটা করে-মেঘ নেই
তবুও দুচোখ বেয়ে বৃষ্টি-
একেই বলে শ্রাবণ ভিজা
দেহের কাদামাখা জল!
কতদিন দেখি না তোমায়
স্বপ্নজাল বুনে যায় ঝিরি ঝিরি
পূর্ণিমার আলোয় ঝাঁঝাল মন
ধূসর ঘ্রাণ ভরে উঠে প্রাণ-
যেখান ছিলে সেখানেই আছো!
তুমি এসেছো শ্রাবণ।
.
১৩ শ্রাবণ ১৪২৮, ২৮ জুলাই ২১
শ্রাবণ বন্দনায় সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন।
একরাশ শুভ কামনা প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন।
জি প্রিয় মুরুব্বী দা কাব্যপাঠে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
অনিন্দ্য সুন্দর মননশীল ভাবনা
খুব ভাল লাগলো
জি মহী দা কাব্যপাঠে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই