জোনাকির আভা

20210728_063918

কালো বিবর্ণ ও বিমূর্ত রাত
এই রাতে কথা হবে না তোমার সাথে
হবে না কোন গল্পও,
কণ্ঠ হতে আসবে না গান
আসবে না কোন কবিতার আবৃত্তি
কারণ সে রাতে কবিতা হারিয়েছে ছন্দ!

গভীর অন্ধকার ধূসর রাত
যে রাতে প্রচণ্ড গরম হাওয়া,
চাঁদটাও আলোহীন,
কেটেছে আমার নির্ঘুম রাত
চোখ দুইটি স্বপ্নহীন, মহাসাগর।

কোন একদিন ভেসে আসা করুণ
আওয়জটা হৃদয়ে বাজে
ভালো থাকো চাঁদনী রাত নিয়ে
অলস দুপুরে করবো স্মরণ তোমায়
আধার রাতে দেখবো জোনাকির আভায়।

4 thoughts on “জোনাকির আভা

  1. লিখাটির নাম বা শিরোনাম সার্থকতা খুঁজে পেলাম শেষে এসে।
    খুব কম লিখলেও আপনার লিখায় দরদ লক্ষ্য করি। অভিনন্দন মি. ফয়জুল মহী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. লেখা পড়ে মন্তব্য আসলেই ভালো লাগে এবং অনুপ্রেরণা দেয়।

    1. লেখা পড়ে মন্তব্য আসলেই ভালো লাগে এবং অনুপ্রেরণা দেয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।