আজকে গরম দেশ; বোতলে
হাজার লাশের সারি ভূ-তলে।
করোনায় প্রতিদিন লাশ হয়
তবু তারা বোতলের দাস হয়।
চোখের সামনে লাশ হুস নাই
বড় বড় বাবুদের ঘুস চাই।
মাতলামি মদ খেয়ে করে যায়
হুর-পরি বাবুদের ঘরে যায়।
যে কারোরই বিছানায় শুয়ে যায়
লাজ-লজ্জায় মাথা নুয়ে যায়।
তাদের লজ্জা নেই; লজ্জাহীন
মানুষের রূপে তারা মজ্জাহীন।
মানুষের চামড়া নেই শরীলে
তাইতো দুঃখ নেই ধরিলে।
তাদের জন্য কেউ আফসোস করে না
জেলে যাক কিংবা; যাক তারা মরে না!
তাদের লজ্জা নেই; লজ্জাহীন
মানুষের রূপে তারা মজ্জাহীন।
তাদের জন্য কেউ আফসোস করে না
জেলে যাক কিংবা; যাক তারা মরে না!