আমি ভাষা আন্দোলন দেখিনি
আমি দেখিনি 71
আমি বঙ্গবন্ধুকে দেখিনি
আমি তার জীবনকে উপলব্ধি করতে পেরেছি
ইতিহাসের মর্মর ধ্বনিত পাতা থেকে…
৭ ই মার্চের রেসকোর্স ময়দানের সেই
মুক্তি সংগ্রামের অমর বাণী
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”
স্বাধীনতার সেই অমর বাণী আমাকে উদ্বুদ্ধ করে
মহানায়কের সেই নক্ষত্র পতনে আমরা যেভাবে শোকাহত যেভাবে পিছিয়ে পড়েছি সেভাবেই আবার জাগিয়ে উঠেছি।
আমরা এদেশের সেই হায়েনাদের চিনেছিলাম
তাঁদের অপরাধ আমাকে ব্যথিত
কিন্তু আমাদের হৃদয়কে দুর্বল করতে পারেনি।
আমি’ 75 দেখিনি;
বঙ্গবন্ধুর সেই আত্মাকে
ধারণ করা অসমাপ্ত আত্মজীবনী সাক্ষী
তার মধ্যে তাকে দেখেছি।
আজ 15 ই আগস্ট শোকাবহ
এক জাতির বুকে যেভাবে অস্ত্র চালিয়েছে
একদল হায়েনা।
আমি বাংলার মানচিত্রে
একদল কাপুরুষকে দেখেছি
রাতের অন্ধকারে
একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে
১৮টি বুলেটের আঘাতে
ক্ষতবিক্ষত করতে দেখেছি।
পুরুষের শরীরে কাপুরুষের প্রবাহিত রক্ত
যখন সিঞ্চিত করে অপরাধ
তাঁদের প্রতি একরাশ ঘৃণা থেকে
নিজেকে মজবুত করেছি।
১৫ আগস্ট এক শোকাবহ ইতিহাস
বাংলা ও বাঙালির হৃদয়ে যে রক্তক্ষরণ
তা কোনোদিন মুছে যাবার নয়
হে পিতা, আমাদের ক্ষমা করো
তোমাকে বিশ্বাস দিতে পারিনি
তোমার বিশ্বাস এর মর্যাদা যাঁরা অবিশ্বাসে পরিণত করে
তাঁদের আমরা ক্ষমা করিনি।
হে পিতা, আমাদের ক্ষমা করো
তোমাকে বিশ্বাস দিতে পারিনি
তোমার বিশ্বাস এর মর্যাদা যাঁরা অবিশ্বাসে পরিণত করে
তাঁদের আমরা ক্ষমা করিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা।