ভালবাসার নাম

ভালবাসা কথাটার মানে বোঝো ছেলে?
এই যে তুমি ধরেছ হাত,
এই যে তুমি রেখেছ মুখ এইখানে
আমাদের যৌথ ঘরে রোদ-আলোর খেলা।

তোমার টি-শার্টে লেগে থাকা মাশকারা
আমার কাজলে তোমার চোখ
তুমি তাকালেই মনে হবে আজ ফুটেছে ফুল
তুমি না থাকলে কিশোরীর অভিমান সজল।

আমাকে সাথে নেবে খোলা মাঠে, খোলা ময়দানে
জলছিপি খুলে বৃষ্টি সমাহার দিনে?
ভালবাসা বোঝাতে গেলে চারটে অক্ষর প্রয়োজনহীন
আমার বুকে তোমার ঢেউ, ভালবাসা মানে এই।

3 thoughts on “ভালবাসার নাম

  1. ভালবাসা বোঝাতে গেলে চারটে অক্ষর প্রয়োজনহীন
    আমার বুকে তোমার ঢেউ, ভালবাসা মানে এই। ___চমৎকার প্রকাশ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আসলেই কবি তুবা আপু অসাধারণ লাগল 

    অনেক প্রেরণা পেয়েছি ——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।