ক্যারোলিন বিয়ার্ড হুইটলোর আর একটা কবিতা

আমার দাদা হাভার্ডে গেল,
আর বাবা কিনলেন একটা বন্দুক

৯জুলাই
লক্ষ্যভেদের অভ্যেস ছাড়া অন্য কাজে
বন্দুক ব্যবহার করার কথা সেনেটর অস্বীকার করেছিলেন

বিয়ার্ড বলেছিল, গাড়ির মেঝেয় পড়ে থাকা
মেয়েকে নিয়ে সে জায়গাটা ছেড়ে চলে যায়

এক শ্বেতাঙ্গ পরিবার ওদের অনুসরণ করে
রাস্তা পর্যন্ত আসে, বিয়ার্ডের পক্ষে সাক্ষ্য দেওয়ার
প্রস্তাবও দেয়
রাজ্যপুলিশের নিরীক্ষক হাওয়ার্ড সিলার
বলেছিলেন যে, ঘোড়সওয়ার পুলিশ বেমেন্ট
ঘটনাস্থলেই গ্রেপ্তারটা করলে সেটা
ন্যায়সঙ্গত হত না

বিয়ার্ড বলেছে, সে স্ফটিক হ্রদে মাছ ধরছিল
স্ত্রী এথেল আর চোদ্দ বছরের মেয়ে সিনথিয়ার সঙ্গে
এমন সময় এক শ্বেতাঙ্গ তাকে বলে,
“নিজেদের লোকের মধ্যেই সীমাবদ্ধ থাকতে তুমি বাধ্য”

রাজ্যপুলিশ এক অভিজাত মিশিগানবাসীকে
গ্রেপ্তার করেছে যিনি গত ৪ঠা জুলাই
ডেট্রয়েট-এ বসবাসকারী এক নিগ্রো পরিবারকে
বন্দুকের ডগায় “ধার্মিকদের আমোদ-প্রমোদের এলাকা”
ছেড়ে যেতে আদেশ করার দায়ে অভিযুক্ত।
এই ২৮ বছর বয়েসি সেনেটর গত রাতে
গ্রেপ্তার হয়েছেন গোয়েন্দা পুলিশের সার্জেন্ট
জেরাল্ড কোরি আর গোয়েন্দা জ্যাস্পার ব্রায়ারস-এর হাতে

জামিন ধার্য হয়েছে পনেরোশো ডলার

১৫জুলাই
সকালের ডাকে একটা খাম এল
ভেতরে খবরের কাটিংটার ওপর দিয়ে
হিজিবিজি ক’রে লাল কালিতে প্রৌঢ় হাতের লেখা:

…..ওকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। নিষ্পাপ মানুষটা !
ও যথার্থ কাজই করতে চেষ্টা করেছিল —
কাফ্রিদের নিজেদের জায়গায় থামিয়ে রাখার কাজ।
যদি আমাদের এইরকম আরও কিছু লোক থাকত!

2 thoughts on “ক্যারোলিন বিয়ার্ড হুইটলোর আর একটা কবিতা

  1. ভীষণ অসম্ভব ঝরঝরে অনুবাদ।
    সোজা শুরু থেকে শেষ পর্যন্ত স্বাপ্নিক এক অনুভূতি। ভালো হয়েছে অনুবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।