খুঁজে পেলাম

খুঁজে পেলাম তোমায় দেবদারু বনে
বাঁশি নিয়ে মেঠো সুরে তান তোলো।
সুরের মূর্চ্ছনায় ভরে যায় চারিপাশ
পাশে দাঁড়ালে মৃদু হাসি খেলে যায়
তোমার চোখে, মুখে, সারা শরীরে।

হাওয়ার তালে চুল হয় এলোমেলো
আমার হাত দুটি ধরে পাশে বসিয়ে,
ফের মেঠো সুরে ভরাও আমার মন
ধানের শীষে হাওয়া ঢেউ এনে দেয়
প্রান্তরে সবুজ হেসে বলে ভালবাসি।

7 thoughts on “খুঁজে পেলাম

  1. কবিতাটি পড়লাম প্রিয় কবিবন্ধু। আপনার কবিতার বিশেষত্ব সহজ শব্দে মনোনুভূতি প্রকাশ যা এককথায় ইউনিক। পড়তে বেশ লাগে। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এত সুন্দর করে বললেন, যে কথাগুলোই একটি কবিতা ।
      অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।