জীবন কাব্যের ন্যায়
– জাহাঙ্গীর আলম অপূর্ব
অক্ষর বৃত্ত ৮+৬ (মালঝাঁপ)
করে চাষ বারো মাস ক্ষেতে ঘাস আছে
আমি যাই ক্ষেতে ভাই কাজ নাই পাছে।
গাছপালা ভেঙে ঢালা নদীনালা বন
পূর্ব পাশে পাখি আসে নিত্য ভাসে সন।
সারাবেলা করে খেলা রঙে মেলা হবে
মনে কোণে ক্ষণে ক্ষণে পরে সনে তবে।
ক্ষণ বৃষ্টি অনাসৃষ্টি পড়ে দৃষ্টি বাঁকা
দীর্ঘ পথে প্রাণ রথে হাসি মথে থাকা।
জেলে ভাই বলে তাই চলে যাই ঘাটে
মাছ ধরে বিক্রি করে ব্যাগ ভরে হাঁটে।
টাকা তয়ে কথা কয়ে মনে হয়ে ভালো
নানা ফলে নদে জলে গৃহ তলে কালো।
গাছে গাছে পাখি নাচে সদা যাচে চাষী
অলি ফুলে চলে দুলে প্রাণ খুলে হাসি।
নদী প্রেমে পলি হেমে নব গেমে তার
পাখি ডাকে হাসে হাঁকে জল ছ্যাঁকে আর।
মেঘ ভাসে স্বপ্ন আসে থাকে পাশে দিয়ে
তারি জন্য প্রাণ শূন্য হবে ধন্য হিয়ে।
আঁখি কাঁদে নব চাঁদে মনে সাধে চলে
চলে কভু ভুলে তবু প্রাণ নিবু বলে।
রচনাকালঃ
২০/০৭/২০২১
—————————
আমার মা
৩+৩+৩+১
মাগো মোর মনে হয়
সাত রাজার ধন
তোমার ওই জন্য মোর
কাঁদে এই মন।
ছোট কাল কত খেল
তোমার ওই সাথ,
কাছে মা থেকে ওই
গেছে তো রাত।
সুখ দুখে মা তুমি
আলো তো মোর,
আসে ওই যত ঝড়
কাটবে যে ঘোর।
বাপ ছাড়া মা সন্তান
মিল করে ভাই,
মায়ের ওই মতো যে
স্নেহের লোক নাই।
অমূল্য ধন যে মা
নেই সম কেউ,
যত দিন গুলো আজ
আসুক যে ঢেউ।
রচনাকালঃ
২০/০৭/২০২১
অমূল্য ধন যে মা
নেই সম কেউ,
যত দিন গুলো আজ
আসুক যে ঢেউ।
respect ma
শুভকামনা রইল
প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ দিন।