পাতাগুলো অম্লান

D5C8D9F0-7DC4-4160-86EC-B9B052A39141

উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু

হারিয়ে যাচ্ছে অসংখ্য পাতা!
একদিন আমার পাতাও হারিয়ে যাবে
বুঝতে পারি না- জানতেও পারি না
কোন পাতার সুঘ্রাণ- বড় মধুময়;
অথচ কষ্ট হয় তখনী, যখনী শুনতে হয়
সে পাতা আর নেই- ঝরে গেছে
গভীর মাটির মমতায়- কোথায় হারালো
জানা হলো না শুধু অভিমানে চলে গেলো!
কোথায়? সবটুকু মমতার কায়া রেখে গেলো
জানা হলো না স্বপ্ন পুরনে কথার আনন্দ
অথচ বিশ্বাসটুকু যে ধর্ম, সেই ধর্মের আলোকে
প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান।

২৮ভাদ্র ১৪২৮, ১২সেপ্টেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “পাতাগুলো অম্লান

  1. শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু

    প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
    জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান। :(

    1. জি মুরুব্বী দা আরজু মুক্তা আপা এক জন ব্লগার লেখক কবি

       গ্রামের রংপুর

      আমার সাথে কোনদিন কথা হয়নি কিন্তু আমার কবিতা সে পছন্দ করত

      আল্লাহ জান্নাত বাসি করুন আমিন

মন্তব্য প্রধান বন্ধ আছে।