সব প্রাপ্য পাওনা মাথায় তুলে নিয়েছি প্রিয়
তুমি আছ কি নেই আমার জীবনে আর ভাবি না
তবু তোমার না থাকা জুড়ে কিছু স্মৃতি রয়ে গেছে।
তোমার নতুন আগার সুখ শান্তিতে ভরে থাকুক
তুমি খুব দ্রুত আমায় ভুলে যাও তাই আমি চাই
কি করে একটা মানুষ আর একটা মানুষকে
ভালোবেসে অবহেলে সরিয়ে দেয় তার শিক্ষা
তুমি ভালোভাবেই দিয়ে গেলে যাবার আগে।
ভুলে যাও তাই আমি চাই
কি করে একটা মানুষ আর একটা মানুষকে
ভালোবেসে অবহেলে সরিয়ে দেয় তার শিক্ষা
তুমি ভালোভাবেই দিয়ে গেলে যাবার আগে। ___ চমৎকার অনুভূতি।