প্রবাস জীবন

৪+৪/৪+২

প্রবাস জীবন কষ্টের জীবন
সকলে ভাই জানে,
আপনজনকে দূরে থাকে
কষ্ট লাগে প্রাণে।

প্রবাস জীবন মায়ের কথা
বেশি পড়ে মনে,
মায়ের কথা দিবানিশি
ভাবি ক্ষণে ক্ষণে।

মায়ের সাথে হাসি মজা
হয় না ক’দিন ধরে,
একলা আমি পড়ে আছি
প্রবাস জীবন তরে।

স্বজনের ওই কথা মনে
আঁখি ভেজে জলে,
তাদের আদর তাদের সোহাগ
স্মৃতির পাতার তলে।

ইচ্ছে করে তাদের কাছে
ইচ্ছে খুশি বসি,
তাদের কাছে গল্প শুনবো
তারা রবি শশী।

রচনাকালঃ
৩১/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “প্রবাস জীবন

  1. কবিতায় অনেক অনেক শুভকামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।