সুবিধাবাদী

Untitled-1-1 copy
আমরা মুসলমান
দাঁড়ি রেখে টুপি মাথায় মিথ্যা বলি,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
তসবিহতে আল্লাহ আল্লাহ জিকির,
পরনিন্দায় বেঁহুশ আমি
কারে মেরে কি খাবো এই ধান্ধায় জীবন চলি,
হায়রে! বাঙ্গালী মুসলমান,

দিন শেষে বেশ্যার ঘরে
ওয়াজ নছিয়ত টিভির ভিতরে
টিভিকে কিন্তু শয়তানের বাক্স বলি
আমি ভাই বাঙালী মুসলমান,

মা বাবাকে খুঁশি রাখতে
পাড়া পড়শীর বাহ্ বাহ্ পেতে
কালো বোরকা হিজাবে ঢুকে
পর পুরুষের বাহু তলে রঙ্গ করি
আমি ভাই পর্দাতে মুসলমান,

হজ্ব করেছি, নাম করেছি
তবে কথায় কথায় গীবত ধরি,
মহল্লার মসজিদের ইমাম আমি
অমুকের বাড়ির খাবার কেমন বসে বসে চিন্তা করি
রাতের বেলায় ফেইসবুকেতে
লাভ ওয়াও ইমুজিতে ব্যস্ত থাকি,
বাহ্! বাহ্! আমি সুবিধাবাদী কিন্তু মুসলমান,

গান-বাজনা হারাম
তবে বিয়ে বাড়িতে হইহুল্লোড় হিন্দি গান,
সুদ খাওয়া মায়ের সাথে যেনা করা সমান
তবে উপড়ি কামাইয়ে টাকা লাগাই
আমি মুসলমান,

পরনারী দেখা হারামহুজুর মিয়া বুলি ছাড়ে
পানি পড়া আর তাবিস লেখে
পরো নারীর মুখোমুখি হুজুর কিন্তু এইসব সারে,
মাওলানা ভাই ওয়াজ ঝাড়ে মা-বাবার সেবা করো
তবে নিজের বেলায় মা আজ তোর ঘরে
কাল মেজো ভাইয়ের, পরশু সেজো’র ঘরে খাবে
একা হলে বৃদ্ধাশ্রমে
ও ভাই! আপনি কেমন মুসলমান?

রমজানেতে বেস ধরি, খালি পেটে সব করি
ইদ এলে নতুন খুঁজি, বিকেল হলে মদে মাতাল
প্রতিযোগিতায় কোরবান করি, তাল পড়েছে হাতে নিলাম
দোষ কি তাতে! আমি কিসে মুসলমান?

লিখতে গেলে সাগর হবে, আমি বললে নাস্তিক মোরতাদ
নিজের দিকে তাকিয়ে দেখুন কি আছে নিজের ঈমানে
গাড়ি বাড়ি, টাকা পয়সা কাল কি যাবে তোমার-আমার কাফনে?

এইসব কিছুর মূলে আমি নামের মুসলমান
মানুষ কবে হবে খাঁটি মানুষ জানে রাহিমুর রহমান।

২৩:৫০
২১/০৯/১৮ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

1 thought on “সুবিধাবাদী

  1. আত্ম বিশ্লেষণের অসাধারণ প্রকাশ ঘটেছে লিখাটিতে। শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।