আমাকে বট ছায়া ভাবিস না
আমি তো বাঁশ ঝাড়ের একটা বাঁশ মাত্র!
ভুলও আর মিষ্টি খেজুর দেখিস না
আমি খেজুর গাছের ডাল মাত্র;
আমাকে পূর্ণিমার রাত অনুভব করিস না
দিগন্ত জুড়ে তারা নক্ষত্র দিকে হেঁটে যাচ্ছি-
সাহস রাখিস বুক পাঁজর দেহ ভাগ
আমি শুধু বট ছায়া নয় একটা বাঁশ মাত্র!
সূর্যকে সঙ্গী রাখিস ঝাঁঝাল রোদ পুড়িস না
ভাবনার রসে নদী দেখিস জল ঝরাস না
তুই শুধু কিছু সৃষ্টি করা বাহক মাত্র-
আমাকে বট ছায়া ভাবিস না একটা বাঁশ মাত্র;
সাদা রাস্তা মোড়ে শিমুল দেখতে পাবি
কিল ঘুশি নানান বিপদ-আপদ বাঁধ হয়ে দাঁড়াবে
আপন ঠিকানায় উপেক্ষা করিস-
কারণ একদিন আমার মতো হবে।
১০ আশ্বিন ১৪২৮, ২৫ সেপ্টেম্বর ২১
নন্দিত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন প্রিয় বাউল কবি মি. সরকার।
জি মুরুব্বী দা আজ কো ওপেন করতে পারছি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
Excellent writen
জি কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———